ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গতকাল মঙ্গলবার রাতে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। তাঁর নাম জমির উদ্দিন (২৫)। তিনি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া মিয়াজিপাড়ার তাজুল ইসলামের ছেলে। ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের রাধানগর ইউনিয়নের কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া থেকে সিএনজিচালিত অটোরিকশা মুহুরীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের রাধানগর ইউনিয়নের কালভার্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক জমির উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অটোরিকশার চালক জমিরকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ দুর্ঘটনায় হতাহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চালকসহ কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।