সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী ঘোষণার পরেই প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মো. তরিকুল ইসলাম খান। আজ শনিবার রাত আটটার দিকে পৌর শহরের শহীদগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম শহরের নতুন ভাঙাবাড়ি এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোট গণনা শেষে তরিকুলকে জয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেনের (উটপাখি) সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম গুরুতর আহত হন।
দ্রুত তরিকুল ইসলামকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।