ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এ সময় ৪৯১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৩৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়ে এবং ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা শনাক্ত পাঁচজনের মধ্যে ফরিদপুরের তিনজন এবং রাজবাড়ী ও গোপালগঞ্জের একজন করে রয়েছেন। মারা যাওয়া ফরিদপুরের তিনজন হলেন ফরিদপুর সদরের কাফুরা এলাকার আলী আজম (৭২), সদরপুর উপজেলার সদরের জয়নাল খান (৫০) ও কাশেম সিকদার (৫০)। এ ছাড়া গোপালগঞ্জে মারা যাওয়া ব্যক্তি হলেন কাশিয়ানী উপজেলার মো. বাদশা মিয়া (৮৫) এবং রাজবাড়ীতে মারা যাওয়া ব্যক্তি হলেন কালুখালী উপজেলার বারেক আলী (৬০)।
ফরিদপুরে ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের এবং অ্যান্টিজেন পদ্ধতিতে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের।
পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, শনাক্ত ১৫৬ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭০, আলফাডাঙ্গায় ১২, ভাঙ্গায় ২, বোয়ালমারীতে ১২, চরভদ্রাসনে ৪, মধুখালীতে ২৪, নগরকান্দায় ৮, সদরপুরে ১৯ ও সালথায় ৫ জন রয়েছেন। তবে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত ৮০ জনের উপজেলাভিত্তিক তালিকা পাওয়া যায়নি।
ফরিদপুর আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, তাদের ল্যাবে এ পর্যন্ত ১৭ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট শনাক্তের তালিকায় র্যাপিড অ্যান্টিজেনে শনাক্ত রোগীর সংখ্যা এখনো যুক্ত করা হয়নি।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬২ জন।