ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশাচালককে হত্যা

লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল আটটার দিকে মুসলিম নগরের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম সুজন ফকির (৩৮)। তিনি নাটোরের গুরুদাসপুরের রামাগাড়ি এলাকার আমজাদ হোসেনের ছেলে। সুজন আগে মুসলিম নগরের নবীনগর এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে কয়েক দিন ধরে তিনি অটোরিকশা চালানো শুরু করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আজ সকাল সাতটার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হন সুজন। এরপর নয়াবাজার এলাকায় সড়কের পাশ থেকে সুজনের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ওসি রকিবুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।