দেশে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। যথেষ্ট টিকা মজুত আছে। আজ শনিবারের পর থেকে দেশে প্রথম ডোজ টিকাদান চালু থাকবে। একইভাবে দ্বিতীয় ও বুস্টার ডোজও চলমান থাকবে।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) টিকাকেন্দ্র পরিদর্শন শেষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা থাকলেও বাংলাদেশে লক্ষ্যমাত্রার অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যত টিকা লাগবে, আমরা দিতে পারব। আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকা আছে। বিশ্বের যে দেশ টিকা পায়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই দেশকে দেওয়ার পরিকল্পনা আছে।’ এখনো যাঁরা টিকা নেননি, তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
আজ দেশে এক কোটি মানুষকে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবেন ১২ কোটি মানুষ।
গড়পাড়া ইউপি টিকাকেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।