নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমাদের প্রত্যেককে মানবিক হয়ে মানুষের সেবা করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকে সাধারণ মানুষ যাঁরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাঁদের চিকিৎসাসেবা প্রদানের জন্য এগিয়ে আসতে হবে।’
মঙ্গলবার বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তনে চলমান ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্যালিয়েটিভ কেয়ার সেবার নতুন সম্প্রসারিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য শরফুদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, আয়াত এডুকেশনের চেয়ারম্যান তাহসিন আমান, মমতাময় নারায়ণগঞ্জের সমন্বয়কারী সাইফুল হক প্রমুখ।
মমতাময় নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ জানায়, পৃথিবীতে বর্তমানে নিরাময়ের অযোগ্য রোগ বিস্তার লাভ করছে, এ ধরনের নিরাময়ের অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাঁদের পরিবারের সেবা সম্পর্কে বিজ্ঞানসম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার।
নির্দিষ্টভাবে রোগ নিরাময়ের কোনো চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এসব রোগীর কষ্ট বা ভোগান্তি কমিয়ে রোগী ও তার পরিবারের জীবনের মান বাড়ানোর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১৮ সাল থেকে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ কাজ করে যাচ্ছে।