লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন হাটবাজারে ধানের দাম আবারও কমে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণে (৪০ কেজি) প্রায় ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত দাম কমেছে। ফলে বাজারে ধানের দাম নিম্নমুখী হওয়ায় উপজেলার কৃষকেরা ভুট্টা ও বোরো চাষ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোট ২১ হাজার ২৬০ হেক্টর চাষযোগ্য আবাদি জমি আছে উপজেলায়। চলতি বছরে ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আর ধান উৎপাদন হয়েছে প্রায় ৮৫ হাজার ৮৭৮ মেট্রিক টন। এ ছাড়া চলতি বছরে ৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান ও ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মৌসুমের শুরুতেই ১ হাজার থেকে ১ হাজার ২০ টাকা মণে ধান বিক্রি করেছেন কৃষকেরা। এখন বোরো ও ভুট্টার মৌসুম চলছে। ধান বিক্রি করে ভুট্টা ও বোরোর বীজ ও সার জোগানের সময় এসেছে। এ সময়ে ধানের দাম আরও কমে যাওয়ায় কৃষকেরা হতাশার কথা জানিয়েছেন।
দাম কমার কারণ হিসেবে কৃষকেরা বলছেন, হাটে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন অটো রাইস মিলমালিক ও আড়তদারেরা। তাঁরা নিজেরাই দর নির্ধারণ করে ধান কিনছেন। এ কারণে ধানের বাজার ক্রমেই নিম্নমুখী।
গত শুক্র ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজারসহ পৌরসভার রসুলগঞ্জ হাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, বর্তমানে পাটগ্রামের বিভিন্ন বাজারে প্রতি মণ ধান (৪০ কেজি) বিক্রি হচ্ছে ৯৪০ থেকে ৯৫০ টাকায়। আগের সপ্তাহে এক মণ ধানের দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমেছে ৭০ থেকে ৮০ টাকা।