প্রতিবন্ধকতা নিয়ে তারা ছবি আঁকল মনের মতো করে

চিত্রাঙ্কন উৎসবে নিজেদের আঁকা ছবি হাতে অংশগ্রহণকারী শিশু–কিশোরেরা। আজ শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার বাসাই গ্রামে
ছবি: প্রথম আলো

পালতোলা নৌকা, গ্রামের মেঠোপথ, সারি সারি গাছ, কৃষকের ঘরসহ গ্রামবাংলার নানা আবহ ফুটে উঠেছে চিত্রকর্মে। এগুলো এঁকেছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরেরা।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাসাই গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ডে (ব্লুমস) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের জন্মদিন উপলক্ষে এই আয়োজন।

‘সাহস নিয়ে স্বপ্ন আঁকি’ প্রতিপাদ্যে প্রতিযোগিতাটির আয়োজন করে ফারাজ হোসেন ফাউন্ডেশন। আয়োজনের ব্র্যান্ড স্পনসর ছিল এসকেএফের জিংক বি। উপস্থিত ছিলেন ফারাজ হোসেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক তাহমিদ ইবনে মাজহার, এসকেএফের আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি বিভাস সাহা, ব্লুমসের সভাপতি জি আর শওকত আলী, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম প্রমুখ।

গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হওয়ার আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল করিম বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য ২০১১ সালে ব্লুমস কাটিগ্রাম প্রতিষ্ঠা করেন।

প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গের ছবি আঁকে বিদ্যালয়ের বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী শিশু আঁখি আক্তার (১৬)। একই ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠা আসিফ হোসেন (৭) আঁকে স্মৃতিসৌধের সামনে লাল-সবুজের পতাকা।

নিজেদের মতো করে ছবি আঁকায় ব্যস্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু–কিশোরেরা

ছবি আঁকতে পেরে ভীষণ খুশি শারীরিক প্রতিবন্ধী আফসানা আক্তার (১৭)। সে প্রথম আলোকে বলে, ‘ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগে। গাছ, ফুল, নদী আমার ভীষণ পছন্দের।’

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ৩০ জন শারীরিক প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে তাদের পুরস্কার দেওয়া হয়।

শিশু-কিশোরদের মধ্যে ভালোবাসার সেতুবন্ধ তৈরি করে বন্ধুত্বপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে ফারাজ হোসেন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ১৫ এপ্রিল ফারাজের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় আজ ব্লুমসে বিশেষায়িত শিশু-কিশোরদের নিয়ে এ আয়োজন করা হয়।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক তাহমিদ ইবনে মাজহার প্রথম আলোকে বলেন, ফারাজ হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসাসেবা, বিনা মূল্যে ওষুধ বিতরণসহ প্রতিবন্ধী শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ফারাজ মানবতার জন্য জীবন দিয়েছিলেন। তাঁর নামে গড়া ফাউন্ডেশনের সব কার্যক্রমই তাঁর ইচ্ছা ও স্বপ্নের প্রতিফলন।

ব্লুমস কাটিগ্রামের সভাপতি জি আর শওকত আলী বলেন, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্বের জন্য ফারাজের অনন্য আত্মত্যাগের বিষয়েও সমাজের বিভিন্ন পর্যায়ের শিশু ও কিশোরসহ সবার জানার সুযোগ হবে।