সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার কথা বলেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম।
গত রোববার বিকেলে কৈজুরি ইউনিয়নের ঋষিপাড়ায় সনাতন ধর্মাবলম্বী ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় সাইফুল ইসলাম এ কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী ভোটারদের উদ্দেশে সাইফুল ইসলামকে বলতে শোনা যায়, ‘২৬ তারিখ সকাল সাড়ে সাতটার ভেতর ভোটকেন্দ্রে যাবেন। লাইনে দাঁড়াবেন। কৈজুরি কেন্দ্রে শতভাগ ওপেন ভোট হবে, আপনারা ওপেন ভোট দেবেন। এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, তাদের আটকানোর ব্যবস্থা থাকবে। খাবার ব্যবস্থা থাকবে, সারা দিন কেন্দ্রে থাকবেন। নৌকার বিজয় সুনিশ্চিত।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কৈজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পেশকার আলী প্রমুখ।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে ভোট দেওয়ার বা নেওয়ার কোনো সুযোগ নেই। কোনো প্রার্থী যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এর আগে মুখোশধারীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করে আলোচনায় আসেন নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী, তাঁদের কর্মী–সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতেই সভায় মুখোশধারীদের রাখা হয় বলে অভিযোগ উঠেছিল।