প্যারোলে মুক্তি পেয়ে শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের জামায়াতে ইসলামীর দুই কাউন্সিলর। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন ওরফে বাবু।
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। কাল মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠান হবে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ অক্টোবর কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও একরাম হোসনকে আসামি করা হয়। গত ২১ জুন এ মামলায় দুই আসামি কুমিল্লার আদালতে জামিন নিতে যান। আদালতের বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকে তাঁরা কারাগারে আছেন।
এরই মধ্যে গতকাল রোববার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের শপথের দিনক্ষণ নির্ধারণ হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁদের শপথের জন্য প্যারোলে মুক্তি দেয় সরকার। গত ১৫ জুন তাঁরা টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান বলেন, কাল সকালে তাঁদের কুমিল্লা থেকে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে নেওয়া হবে। শপথ শেষে আবার কারাগারে ফেরত আনা হবে।
এদিকে মারামারির ঘটনায় জেলে থাকা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন গতকাল বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। তিনি ২৯ জুন কারাগারে যান।