পিরোজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় কাউখালী, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলার একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ২৯ দশমিক ৮০। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪১। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৪ জন। মারা গেছেন ৬৮ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯টি মামলায় ২৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ বলেন, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৯২টি শয্যা রয়েছে। বর্তমানে ৪৫ জন রোগী হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন। বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সঙ্গে তাঁদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।