বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় হাফিজার রহমান (৭২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত হাফিজার চিকাশি ইউনিয়নের ছোট চাপড়া গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে রাঙ্গা মিয়া বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে মামলাটি করেন।
ওই আওয়ামী লীগ নেতার নাম আমাজদ হোসেন। তিনি চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য এবং হটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট চাপড়া গ্রামের হাফিজার রহমানের সঙ্গে ৫০ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে হটিয়ারপাড়া গ্রামের শাহিনুর রহমানের ১৯ বছর ধরে পাল্টাপাল্টি মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় আদালত থেকে নিজের পক্ষে রায় পান হাফিজার রহমান। শাহিনুর এ আদেশ উপেক্ষা করে গত শনিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের সহযোগিতায় লোকজন দিয়ে ওই জমিতে হালচাষ শুরু করেন। হাফিজার ও তাঁর লোকজন এতে বাধা দেন। এ সময় আমজাদ ও শাহিনুর তাঁদের লোকজন নিয়ে হাফিজার ও চান মিয়াকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাফিজারের অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনার পর থেকে আমজাদ হোসেন ও শাহিনুর রহমান পলাতক থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, হাফিজার রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।