চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে গণহত্যা স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বধ্যভূমি রক্ষা পরিষদ। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
আজ মঙ্গলবার বিকেলে বধ্যভূমিতে আয়োজিত এই কর্মসূচি থেকে আদালতের নির্দেশ অনুযায়ী ১ দশমিক ৭৫ একর ভূমি অধিগ্রহণ করে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়। ২০১৪ সালে পাহাড়তলীর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণে জমি অধিগ্রহণের নির্দেশ দেন আদালত।
মানববন্ধনে বধ্যভূমি রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রদীপ দেওয়ানজী বলেন, ‘দেশের সবচেয়ে বড় বধ্যভূমি দখলে রেখে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আগামী ফেব্রুয়ারির মধ্যে যেন ভূমি অধিগ্রহণ করা হয়।’
এ সময় বধ্যভূমি রক্ষা পরিষদের সদস্যসচিব রাশেদ হাসান বলেন, ‘বধ্যভূমি নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার দেখা করেছি। তাঁরা বলেছে, মার্চ–এপ্রিলের মধ্যে হবে। অথচ আজ (মঙ্গলবার) এসে দেখি, এখানে ঘেরাও করে নতুন করে দখলের চেষ্টা চলছে।’ গণহত্যা স্মৃতিসৌধ নির্মাণের দাবি পূরণ না হলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি করেন তিনি।
মানববন্ধনে অধ্যাপক ইদ্রিস আলী, প্রকৌশলী রূপক চৌধুরী, নারীনেত্রী জেসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা তমাল চৌধুরী, কবি আশীষ সেন, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, মোরশেদুল আলম চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। কর্মসূচিতে প্রমা আবৃত্তি সংগঠন, খেলাঘর চট্টগ্রাম, মৈত্রী খেলাঘর আসর, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অংশগ্রহণ করে।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বধ্যভূমি ও শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।