জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম আবদুল কাদের (৭০)। তিনি উপজেলার বরণ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ। তিনি ‘মাদকাসক্ত’ ছিলেন বলে স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সুলতান মাহমুদ তাঁর বৃদ্ধ বাবা আবদুল কাদেরকে গতকাল শনিবার রাতে ঘর থেকে বের করে দেন। বাবা আবদুল কাদের ঘরের বাইরে উঠানে ঘুমিয়ে পড়েন। আজ ভোরে সুলতান মাহমুদ বাবাকে খোঁজাখুঁজি করছিলেন। বাড়ির উঠানে বাবাকে শুয়ে থাকতে দেখে তিনি খাটের পায়া দিয়ে বাবার মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে সেখানেই মৃত্যু হয় বাবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির ছেলে সুলতান মাহমুদকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলে তাঁর বৃদ্ধ বাবাকে খাটের পায়া দিয়ে মাথায় আঘাত করেন। এতে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, অভিযুক্ত সুলতান মাহমুদ প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। তিনি ‘মাদকাসক্ত’ বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।