খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পানছড়ির কলেজ গেট এলাকার চেঙ্গী নদীতে ডুবে মৃত্যু হয় তাদের। তারা হলো পানছড়ির সত্যধন পাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) ও স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
শিশুদের স্বজনেরা জানান, দুপুরে চেঙ্গী নদীর ড্যামে পড়ে যায় দুই বছরের শিশু পিবির চাকমা। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজন ডুবে যায়। স্বজনেরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।