পাওনা টাকা আদায় করে বাড়িতে ফেরা হলো না রাশেদুলের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেঁকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাশেদুল করিম (৪০)। তিনি ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মজল হকের ছেলে ও উপজেলা সদর বাজারের ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে রাশেদুল দাগনভূঞায় এক ব্যবসায়ীর কাছে পাওনা টাকা আদায় করতে গিয়েছিলেন। সেখান থেকে টাকা নিয়ে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেঁকের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ফেনীর দেবীপুর হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ বুধবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা বলেন, রাশেদুল ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসা করতেন। ছাগলনাইয়া উপজেলা সদর বাজারে তাঁর দুটি দোকান ছিল। স্ত্রী ও তিন ছেলে নিয়ে তাঁর সংসার। পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেল।

ফেনীর দেবীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে আছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।