পাঁচটি হতদরিদ্র পরিবার পেল বকনা বাছুর ও শিক্ষা উপকরণ

নেত্রকোনার আটপাড়ায় পাঁচটি হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচটি বকনা বাছুর দিয়েছে একটি সংগঠন। শুক্রবার বিকেলে বাশাটি আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পাঁচটি হতদরিদ্র পরিবারকে পাঁচটি বকনা বাছুর দিয়েছে ‘এক্স নটর ডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এ ছাড়া বাশাটি আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আজ শুক্রবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের স্বাবলম্বী প্রকল্প থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আটপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী।

তানিয়া নাজনীন চৌধুরী বলেন, ‘যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে অসহায় ও গরিব মানুষের মুখে হাসি ফুটবে।’

স্থানীয় সংগঠক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সহ–সভাপতি দলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের শাহিন, কোষাধ্যক্ষ ও স্বাবলম্বী প্রকল্পের চেয়ারম্যান আসিফুর রহমান, কলেজ শিক্ষক আবদুল কাউয়ুম, মু. আনোয়ার সাদাত প্রমুখ।

বাশাটি আল হেরা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীরদের মাঝে কম্বল ও শিক্ষা উপকরণ বিতরণ। আজ শুক্রবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে

দলিলুর রহমান বলেন, সুবিধাভোগী পরিবারগুলো যদি সঠিকভাবে বাছুরগুলো যত্ন করে তবে আগামী দুই বছরের মধ্যেই স্বাবলম্বী হতে পারবে। এ ধরনের জনকল্যাণমুখী কর্মসূচি চালিয়ে নিতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

গরুর বাছুর পেয়ে গৃহিণী সুফিয়া আক্তার, শোভা আক্তার, পশাকের মা, হেনা আক্তার ও সোনিয়া আক্তারের মুখে হাসি ফুটেছে। তাঁরা বাছুরগুলো লালন–পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।