পদ্মা সেতুর নাওডোবা টোল প্লাজায় যানবাহনের জট নেই, নির্বিঘ্ন পারাপার

যানবাহনের জট না থাকায় নির্বিঘ্নে পার হওয়া যাচ্ছে পদ্মা সেতু। আজ সোমবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করার পর জাজিরা প্রান্তে নাওডোবা টোল প্লাজায় শৃঙ্খলা ফিরেছে। আজ সোমবার সকালে জাজিরার নাওডোবা প্রান্তে কোনো যানবাহনের জট নেই। ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সরাসরি টোল দিয়েই বাধাহীনভাবে সেতু পার হতে পারছে।

এদিকে মোটরসাইকেল নিয়ে মানুষ আজও পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য ভিড় করছেন। তবে তাঁদের সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না।

জাজিরা প্রান্তের নাওডোবায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক আরিফুর রহমান বলেন, সকাল থেকে টোল প্লাজার অদূরে মোটরসাইকেলচালকেরা জড়ো হয়েছিলেন। তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কোনো কোনো মোটরসাইকেলচালক আশপাশের সড়কে ঘোরাঘুরি করে সেতুর দিকে আসার চেষ্টা করলেও তাঁদের আসতে দেওয়া হচ্ছে না।

গতকাল রোববার সেতুতে মোটরসাইকেলের আধিক্য থাকায় অন্যান্য যানবাহন চলাচলে বিড়ম্বনা সৃষ্টি হয়। সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর ঘটনাও ঘটে। এমন অবস্থায় সেতু বিভাগ পদ্মা সেতুতে সাময়িক মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করে। এ কারণে আজ সকাল থেকে কোনো মোটরসাইকেল পদ্মা সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না।

সরাসরি টোল দিয়ে সেতু পার হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন। আজ সোমবার সকালে পদ্মা সেতুর নাওডোবা টোল প্লাজায়

বরিশালের আগৈলঝাড়ার বাসিন্দা সাফায়েত হোসেন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে গতকাল গাড়ি চালিয়ে পদ্মা সেতু পেরিয়েছেন। সেতু ও সড়কে মোটরসাইকেল অনেক সমস্যা সৃষ্টি করেছে। তাঁদের জন্য সেতু অতিক্রম করতে বেগ পেতে হয়েছে। রাতে গ্রামে ছিলেন। আজ ঢাকায় ফিরে যাচ্ছেন, কোনো যানজট ও বিশৃঙ্খলা নেই।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল সকাল ছয়টায় পদ্মা সেতুর দুই প্রান্ত থেকে যানবাহন ছেড়ে দেওয়ার পর হুড়মুড় করে সেতুতে মোটরসাইকেল উঠে পড়ে। সারা দিনই মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে। বিকেল চারটার পর থেকে জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে কয়েক হাজার মোটরসাইকেল জড়ো হয়। এ কারণে অন্যান্য যানবাহন সেতুতে উঠতে সমস্যা হয়। টোল প্লাজার সামনে থেকে সংযোগ সড়কে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পদ্মা সেতুতে ঘুরতে আসা মানুষের অধিকাংশই মোটরসাইকেল নিয়ে এসেছিলেন। তাঁরা জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে গিয়ে আবার জাজিরা প্রান্তে এসেছেন। যাওয়া–আসার সময় তাঁরা সেতুতে নেমে সময় কাটিয়েছেন, হেঁটেছেন। আজ সকাল থেকে চিত্র বদলেছে।

গোপালগঞ্জ-ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক দেলোয়ার হোসেন সকাল সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে রওনা হয়ে একেবারে নাওডোবা টোল প্লাজার সামনে গিয়ে ব্রেক করেন। এরপর টোল দিয়ে সেতুতে ওঠেন। তিনি ১০ মিনিট পরে এ প্রতিবেদককে ফোন করে বলেন, তিনি ৮ মিনিটে পদ্মা সেতু পেরিয়ে মাওয়া প্রান্তের টোল প্লাজায় পৌঁছেছেন।

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে কোনো মোটরসাইকেল সেতুতে ওঠার জন্য আসেনি। ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। আজ জাজিরা প্রান্তে কোনো গাড়ির জট নেই।