আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থান মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট এলাকায় ছয় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে ২৫ জুন সন্ধ্যায় বর্ণাঢ্য লেজার শো ও আতশবাজির পাশাপাশি গান পরিবেশনা করবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম, প্রিয়াংকা গোপসহ একঝুাঁক শিল্পী।
২৬ জুন সমবেত নৃত্যের পাশাপাশি গান গাইবেন কণ্ঠশিল্পী কণা, ইমরান ও ব্যান্ডদল স্পন্দন। ২৭ জুন যাত্রাদলের মনোজ্ঞ পরিবেশনা ও গানের অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী শফি মণ্ডল ও রাজিব। ২৮ জুন কণ্ঠশিল্পী ঐশীর গান ও নাট্যদলের সমবেত নৃত্য পরিবেশনা থাকবে। ২৯ জুন বিশেষ অ্যাক্রোবেটিক পরিবেশনা ও বাউল দলের পরিবেশনা অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী মেহেরীন, সজীব। ৩০ জুন থাকবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা সমবেত নৃত্য ও ব্যান্ডদল জলের গান।
জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রতিটি বাঙালির হৃদয় আজ আনন্দে উল্লসিত। সেতুর উদ্বোধন উপলক্ষে ২২ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হবে। আজ থেকেই ক্ষণগণনা শুরু হলো। উদ্বোধন অনুষ্ঠানে থাকবে প্রচুর এলইডি মনিটর। এতে দূর থেকে দর্শকেরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন। টানা ছয় দিন সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম প্রমুখ।