ফরিদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ‘ফরিদপুর’ নামেই নতুন বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কবি জসীমউদ্দীন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য ফরিদপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার গুলজার আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘মেঘনা’ নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নামে ফরিদপুর বিভাগ করা হবে। এই প্রস্তাবের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মোশতাকের সঙ্গে কুমিল্লার নাম মিশে আছে বলে কুমিল্লা নামে বিভাগ দেওয়া হবে না।
‘ফরিদপুর’ নামে বিভাগের দাবি জানিয়ে গুলজার আহমেদ বলেন, ‘তিনি (মোশতাক) দোষ করেছেন এ জন্য কুমিল্লা নামে বিভাগ হবে না। কিন্তু আমরা ফরিদপুরবাসী কী দোষ করলাম? আমরা ফরিদপুর নামে বিভাগ চাই। আমাদের ওপর প্রধানমন্ত্রী কোনো কারণে রাগ বা গোস্বা করে থাকলে তিনি যেন ক্ষমা করে দেন। কিন্তু ফরিদপুর নামে বিভাগ করুন। আমরা ফরিদপুর নামে বিভাগ চাই।’
এদিকে ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের পৌর কর বাড়ানো হবে না এবং পানির বিল অর্ধেক করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় পৌর কর সম্পূর্ণ ফ্রি করার দাবি জানান। কিন্তু কোনো পৌরসভার পক্ষে এটা করা সম্ভব নয়। ফরিদপুর সিটি করপোরেশন হলে এই সুযোগ থাকত। তবে ফরিদপুরে বর্তমানে যে কর জরিপের কাজ চলছে, তা থেকে মুক্তিযোদ্ধাদের বাদ রাখা হবে। মুক্তিযোদ্ধারা ২০১৪ সাল থেকে যে পৌর কর দিচ্ছিলেন, সেটিই বহাল থাকবে, বাড়ানো হবে না। পানির বিল মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক করে দেওয়া হবে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এ ছাড়া অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুথ বক্তব্য দেন।