স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মুগ্ধতা ছড়াতে পদ্মা নদীতে আয়োজন করা হয়েছে মনোমুগ্ধকর নৌকাবাইচের। এ সময় পদ্মাপাড়ে আসা দর্শনার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপনায় এই নৌকাবাইচের আয়োজন করা হয়। এতে অংশ নেয় মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জের ছয়টি নৌকা। প্রতিটি নৌকায় ৪০ থেকে ৫০ জন মাঝিকে বইঠা বাইতে দেখা যায়।
মানিকগঞ্জ থেকে নৌকা নিয়ে আসা মাঝি হারুণ অর রশিদ প্রথম আলোকে বলেন, সকাল নয়টার দিকে তাঁদের নৌকা ঘাটে এসে পৌঁছায়। তাঁরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছেন।
ঢাকার নবাবগঞ্জ থেকে আসা শাহিন হোসেন নামের আরেক মাঝি বলেন, ‘আমরা এখানে আসা লোকজনকে আনন্দ দিতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা। পদ্মা সেতুর উদ্বোধনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
নৌকাবাইচের জন্য মানিকগঞ্জের হরিরামপুর থেকে বাংলাবাজার এসেছেন মাঝি মো. রুবেল খান। তিনি বলেন, ‘আজকের শুভদিনে নৌকাবাইচে অংশ নিতে পারছি, এটাই বড় আনন্দের। খুব ভালো আয়োজন ছিল আজ।’
বাংলাবাজার ঘাটে উপস্থিত বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্য। আজকের এই ঐতিহাসিক দিনটিকে আরও দৃষ্টিনন্দন করে তুলতে এই নৌকাবাইচের আয়োজন। এতে অংশ নেওয়া সব নৌকাকে তাঁরা শুভেচ্ছা পুরস্কার দিয়েছেন। মাঝিরাও স্বপ্রণোদিত হয়ে এই মাহেন্দ্রক্ষণে যোগ দেন।