পদ্মার ১১ কেজির আইড় ১২ হাজারে বিক্রি

নাটোরের লালপুরে পদ্মায় ধরা পড়ে ১১ কেজি ওজনের একটি আইড় মাছ
প্রথম আলো

নাটোরের লালপুরে পদ্মায় ধরা পড়া ১১ কেজি ওজনের একটি আইড় মাছ আজ বুধবার সকালে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। যিনি মাছটি কিনেছেন, তিনি আরও বেশি দামে বিক্রির জন্য এটি ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানালেন। মাছটি দেখতে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা।

পদ্মায় মাছ ধরার সময় আইড়টি লিটন আলীর জালে ধরা পড়ে। তিনি বলেন, বিক্রির জন্য মাছটি তিনি লালপুর মাছ বাজারের আড়তে নিয়ে যান। আছিরুল ইসলাম নামের একজন মাছ ব্যবসায়ী তাঁর কাছ থেকে ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছ বাজারের আড়তদার ফুরকান আলী প্রথম আলোকে বলেন, লিটন ১১ কেজি ওজনের আইড় মাছটি বিক্রির জন্য তাঁর আড়তে নিয়ে আসেন। ঝকঝকে রুপালি মাছটি দেখার জন্য মুহূর্তে আড়তে ভিড় জমে যায়। পরে নিলামে তোলা হলে মাছটি ১২ হাজার টাকায় কিনে নেন আছিরুল। তিনি মাছটি বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

লিটন আলীর ভাষ্য, এ বছর লালপুরে পদ্মায় বড় আকৃতির আইড় ও বোয়াল মাছ ধরা পড়ছে। তবে এই মাছ এ বছর লালপুরে ধরা পড়া সবচেয়ে বড় মাছ। মাছটি বিক্রি করে যথাযথ দাম পাননি বলে আক্ষেপ তাঁর। ঢাকায় নিতে পারলে মাছটি কম করে হলেও ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারতেন।