পটুয়াখালীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে দুজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

তিন ঘণ্টার ব্যবধানে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত চারটা থেকে সকাল সাতটার মধ্যে তাঁরা মারা যান। সকালে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক আবদুল মতিন।

মারা যাওয়া পুরুষের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি পটুয়াখালী শহরের নন্দকানাই এলাকার বাসিন্দা। আর নারীর বয়স হয়েছিল ৩৩ বছর। তাঁর বাড়ি শহরের জৈনকাঠি এলাকায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে ১৪ জুন ওই পুরুষ এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত চারটার দিকে তিনি মারা যান। অন্যদিকে, ওই নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবদুল মতিন বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যে দুজন মারা গেছেন, তাঁদের অবস্থা খুবই গুরুতর ছিল। আমরা তাঁদের যথাযথ চিকিৎসাসেবা দিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য তাঁদের বাঁচাতে পারিনি। নমুনা পরীক্ষার জন্য মৃত দুজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।’