হাতে নীল রঙের পলিব্যাগে কিছু কাপড়চোপড় নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। এ সময় বিষয়টি নজরে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমানের। ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে হিন্দি ভাষায় উত্তর দেন। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা দেখে তাঁকে সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা নারায়ণপুর-মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি। এ সময় বিজিবির শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেন।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শম্ভু ভূঁইয়া (৪০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার চাতলা থানার গৌরবপুর এলাকার চন্দন ভূঁইয়ার ছেলে। কেন তিনি বাংলাদেশে ঢুকেছেন, জানতে চাইলে ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে বলেছেন যে তিনি কাজ করে খান।
বিজিবির শিংরোড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সরদার আজিজুর রহমান বলেন, বর্তমানে ভারতে করোনার সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ। এ সময় অবৈধ পথে আসা ভারতীয় কোনো নাগরিক ঘোরাঘুরি করলে বিপদ হতে পারে। রাতেই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ বলেন, বিজিবির আটক করা ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।