পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার সাদাত আবার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে মজাহারুল হক প্রধানকে আবার নির্বাচিত করা হয়েছে।
রোববার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে সভাপতি, সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতির নাম ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
নূরুল ইসলাম রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ। আনোয়ার সাদাত জেলা পরিষদের চেয়ারম্যান। মজাহারুল হক প্রধান পঞ্চগড়-১ আসনের সাংসদ।
দীর্ঘ সাত বছর পর রোববার পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, জেলার পাঁচটি উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতা–কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতির নাম ঘোষণা করা হয়।
২০১৫ সালের ৭ জানুয়ারি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে পঞ্চগড়-২ আসনের সাংসদ ও বর্তমান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ওই সম্মেলনে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন।
সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত বলেন, সম্মেলনে আলোচনার মাধ্যমে সভাপতি, সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতির নাম ঘোষণা হয়েছে। পরবর্তী সময়ে সবার সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হবে।