পঞ্চগড়ে বজ্রপাতে স্ত্রী নিহত, স্বামী আহত

বজ্রপাত
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা পূর্ব সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আলেমা খাতুন (৪২)। বজ্রপাতে তাঁর স্বামী আবু সায়েদও (৪৮) গুরুতর আহত হয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম বলেন, আবু সায়েদ ও আলেমা খাতুন তাঁদের কৃষিজমিতে উৎপাদিত বাদাম বাড়ির পাশে শুকাতে দিয়েছিলেন। দুপুরে হঠাৎ করেই আকাশে মেঘ জমে বৃষ্টি হওয়ার আশঙ্কার সৃষ্টি হলে ওই দম্পতি তাঁদের শুকাতে দেওয়া বাদামের ওপর পলিথিন দিতে যান। এ সময় সেখানে বজ্রপাত হয়। এতে আলেমা খাতুন ঘটনাস্থলেই মারা যান আর আবু সায়েদ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আবু সায়েদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

বজ্রপাতে দম্পতি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী।