পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

গন্তব্যে ছুটছেন এক সাইকেল আরোহী। মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায়
 ছবি: রাজিউর রহমান

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের প্রকোপ। টানা পাঁচ দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। আর আজ মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সামান্য বেশি।

গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। চলতি শীত মৌসুমে মাঝেমধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গত শুক্রবার থেকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকার কৃষক আবদুল কুদ্দুস বলেন, তাঁরা বোরো ধান রোপণের জন্য জমিতে পানি সেচ দিচ্ছেন। ঠান্ডার কারণে ভেজা জমিতে নামতে কষ্ট হচ্ছে। এভাবে ঠান্ডা থাকলে ধানের চারা রোপণ খুবই কষ্টকর হবে।

আইনুল ইসলাম নামের একজন পাথরশ্রমিক বলেন, সকালে যেভাবে কুয়াশা কমে গেল মনে হচ্ছিল ভালোই রোদ উঠবে। কিন্তু আকাশটা কেমন ঘোলাটে লাগছে। রোদের কোনো উত্তাপ নেই। এ জন্য বেশি ঠান্ডা লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ প্রথম আলোকে বলেন, তেঁতুলিয়ায় তিন দিনের তুলনায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। তারপরও তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। পাঁচ দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তেঁতুলিয়ার আকাশের উপরিভাগে ঘন কুয়াশা ও জলীয়বাষ্প থাকায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে আসতে পাচ্ছে না। এ জন্য রোদের তীব্রতা কিছুটা কম। তবে এখন থেকে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। ধীরে ধীরে মাঝারি শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহে রূপ নেবে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে এই এলাকা থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে।