ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খিরু নদীর ওপর বেইলি সেতুটি কয়েক বছর ধরে নড়বড়ে ছিল। সংস্কার করা হয়নি। এ অবস্থায় গত বুধবার সন্ধ্যায় একটি মালবাহী ট্রাক সেতু পার হতে গেলে এর একাংশ ভেঙে পড়ে। এ কারণে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
পোড়াবাড়ি বাজারের এ সেতুটি ত্রিশাল ও ফুলবাড়িয়ার সংযোগ সড়কে অবস্থিত। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির একাংশ ধসে পড়ার পর মালবাহী ট্রাকটি গতকাল সকাল পর্যন্ত সেতুতে আটকে ছিল। বেলা ১১টার দিকে ট্রাকটি উদ্ধার করা হলেও সেতু মেরামত করা হয়নি। ফলে বিকেল পর্যন্ত কোনো যান ওই সেতু দিয়ে চলাচল করেনি। ভাঙা সেতুর এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে কিছু মানুষ হেঁটে চলাচল করেছে।
ত্রিশাল উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজারে খিরু নদীর ওপর বেইলি সেতুটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। নির্মাণের ১০ বছর পর সেতুটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সংস্কার করা হয়নি। এ বিষয়ে বিভিন্ন সময় প্রথম আলোসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় পাঁচ বছর ধরে সেতুটি খুব নড়বড়ে হয়ে ওঠে। ওই অবস্থায়ও প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করেছে। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুছ মণ্ডল বলেন, সেতুটি দিয়ে ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার প্রচুর মানুষ ও মালবাহী যানবাহন চলাচল করে। এখানে এখন আর বেইলি সেতু কার্যকর নয়।
সংস্কার করার পর শুক্রবারের মধ্যে সেতুটি দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করছেন তাঁরা।মনিরুজ্জামান,উপজেলা প্রকৌশলী
উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সংস্কার করার পর শুক্রবারের মধ্যে সেতুটি দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারবে বলে আশা করছেন তাঁরা। এ ছাড়া একটি পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।