নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ফখরুল ইসলাম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ফখরুলের বাড়িও কালিরহাট বাজার এলাকায়। তিনি বলেন, একই এলাকায় ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর আত্মীয় আনোয়ার হোসেন ওরফে সাইফুলকে (৪০) মারধর করে একটি মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় একদল সন্ত্রাসী। ওই ঘটনায় তাঁর আত্মীয় কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর জেরে এবার তাঁর ওপর হামলা হয়েছে।
হামলাকারীরা গুলিও ছুড়েছে বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছে লাগে। এরপর হামলাকারীরা মাথায় আঘাত করে মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফখরুলকে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় লোকজনের ভাষ্য, একটি সন্ত্রাসী দল কালিরহাট এলাকায় পরপর দুটি মোটরসাইকেল ও টাকাপয়সা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া প্রথম আলোকে বলেন, কালিরহাট উপজেলার বাতেনের দোকান নামের স্থানে ফখরুল ইসলাম নামের এক ব্যক্তির ওপর হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, হামলাকারীরা আহত ব্যক্তির মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ৩ ফেব্রুয়ারি ফখরুলের আত্মীয়ের ওপরও আরেকটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ দুটি ঘটনাই তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।