নোয়াখালীর সুবর্ণচরে পিকআপের চাপায় নাজনীন আক্তার (৫৫) নামের মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের গার্মেন্টস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই মোটরসাইকেলের চালক মো. সুমনও (৪০) গুরুতর আহত হয়েছেন। তিনি ওই নারীর ভাগনে।
ঘটনার পর পিকআপটি আটক করেন স্থানীয় লোকজন। পরে এর চালক আবু জাহের ওরফে খোকনকে (৩৫) পুলিশে সোপর্দ করেন তাঁরা।
সড়কে পড়ে ঘটনাস্থলেই নাজনীন আক্তার মারা যান। সুমন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজনীন আক্তার তাঁর অসুস্থ মাকে দেখতে আজ সকালে ভাগনেকে নিয়ে মোটরসাইকেলে জেলার হাতিয়া উপজেলার মদিননগর চেয়ারম্যানঘাট এলাকায় যাচ্ছিলেন। চরজব্বর কলেজ গেটসংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সামনে থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। সড়কে পড়ে ঘটনাস্থলেই নাজনীন মারা যান। সুমন গুরুতর আহত হন। আহত সুমনকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার উত্তর ওয়াপদা বাজার এলাকায় পিকআপটি আটক করেন স্থানীয় লোকজন। পরে পিকআপের চালককে পুলিশে সোপর্দ করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক প্রথম আলোকে জানান, ঘটনার পর পিকআপসহ চালকে আটক করা হয়েছে। তবে নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করতে রাজি হননি কেউ। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।