নোয়াখালীতে আরও তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দুজন বেগমগঞ্জে উপজেলার চৌমুহনী পৌর এলাকায়, আরেকজন চাটখিল উপজেলায়।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, বেগমগঞ্জে নতুন করে শনাক্ত হওয়া দুই রোগীর একজনের বাড়ি আলাইয়াপুর ইউনিয়নে। তাঁর বয়স আনুমানিক ৩৩ বছর। অপরজনের বাড়ি চৌমুহনী পৌরসভায়। দুজনের বাড়িই লকডাউন করা হয়েছে।
অন্যদিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমদ প্রথম আলোকে বলেন, আজ তাঁর উপজেলায় প্রথমবারের মতো একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এ নিয়ে জেলায় করোনায আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২। তাঁদের মধ্যে দুজনের শনাক্ত হয়েছে মৃত্যুর পর। সোনাইমুড়ীর একজন ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৯। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১১ জন, কবিরহাটে ২ জন, সোনাইমুড়ীতে ১ জন, হাতিয়ায় ২ জন ও চাটখিলে ১ জন।