নোয়াখালীর দুটি ইউপিতে নির্বাচন, নারী ভোটারদের উপস্থিতি বেশি

ভোটকেন্দ্রে পুরুষদের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। আজ সকালে আবদুল্লাহ মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২ ইউপির ২৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল সাড়ে আটটার দিকে চর জব্বর ইউপির আবদুল্লাহ মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দিনের শুরুতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

ভোট দিতে আসা মিনু বালা মজুমদার প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রের পরিবেশ নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ওই কেন্দ্রে ভোট দিতে আসা সত্তরোর্ধ্ব বৃদ্ধ আবদুল জলিলও একই কথা বলেন।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় ৫০৫ জন পুলিশ সদস্য, আনসার বাহিনীর ৫৫৯ জন, র‍্যাবের ৩৭ জন এবং বিজিবির ৬০ জন সদস্যসহ সব মিলিয়ে মোট ১ হাজার ১৬১ জন সদস্য নিয়োজিত আছেন।