নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হবে। এ জন্য আজ বৃহস্পতিবার সকালে উপাচার্য দিদার-উল-আলম বিশ্ববিদ্যালয়ে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর পঞ্চম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাবটি স্থাপন করা হয়।
এ নিয়ে নোয়াখালীতে করোনার নমুনা পরীক্ষার দ্বিতীয় ল্যাবের উদ্বোধন করা হলো। এর আগে গত মঙ্গলবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন করা হয়। সেখানে বর্তমানে পরীক্ষামূলক নমুনা পরীক্ষা চলছে। আগামী সপ্তাহের প্রথম দিকে চূড়ান্তভাবে পরীক্ষা শুরু করা হবে।
মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আগামী রোববার চট্টগ্রামে প্রশিক্ষণ নিতে যাবেন। সেখান থেকে ফিরে সোমবার থেকে পরীক্ষা শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ল্যাবে একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। প্রয়োজনে তা বাড়ানো যাবে। সে হিসেবে তাঁরা জনবল প্রস্তুত করেছেন।