নেত্রকোনার মদন উপজেলায় এক স্কুলশিক্ষিকা ছয় দিন ধরে নিখোঁজ আছেন। তাঁর সন্ধান চেয়ে গত শনিবার রাতে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁর সন্ধান পায়নি পুলিশ।
নিখোঁজ ওই শিক্ষিকা হলেন ওয়াফিয়া আক্তার (৩৬)। তিনি মদনের সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। তিনি হাসনপুর গ্রামের বাসিন্দা হোসাইন আহমেদের মেয়ে এবং কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার এমদাদ উল্লাহর স্ত্রী। তিনি ৯ মার্চ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সেদিন থেকে তিনি নিখোঁজ।
মদন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, সাহিতপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিখোঁজের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, স্কুলশিক্ষিকার নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত তাঁর সন্ধান মিলবে।