নেত্রকোনায় বুধবার রাত ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, বুধবার ময়মনসিংহ ল্যাব থেকে ২১২, আইসিডিডিআরবি থেকে ৫৮, আইপিএইচ থেকে ৯১ এবং আগের ৪৬টিসহ সর্বমোট ৪০৭টি নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৪৪ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৭ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, করোনা-আক্রান্ত ৪৪ জনের মধ্যে নেত্রকোনা সদর উপজেলায় ৩০ জন, পূর্বধলায় ১০ জন, দুর্গাপুরে ২ জন, আটপাড়া ও মোহনগঞ্জ উপজেলায় ১ জন করে রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নেত্রকোনা জেলায় প্রথম দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১০ এপ্রিল। এর মধ্যে একজন সদর উপজেলার এবং অপরজন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স (২৮)। অবশ্য দুজনই সম্প্রতি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
গত ২ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ২ হাজার ৭১১টি নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়, এর মধ্যে ২ হাজার ৫৫১টির প্রতিবেদন পাওয়া গেছে।