নেত্রকোনায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের সবার বাড়ি দুর্গাপুরে। তাঁদের মধ্যে তিনজনই নারী। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪২। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক উত্তম কুমার পাল বলেন, নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজার ৪৮টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৫৫টির প্রতিবেদন পাওয়া গেছে। তাতে ৫৪২ জনের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং মারা গেছেন চারজন।