চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. বাদশাহর (২৭) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। নিহত হওয়ার ১৬ দিন পর সোমবার বিকেল পাঁচটায় শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ-বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাদশাহ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মো. রফিকের ছেলে।
৫ সেপ্টেম্বর রাতে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে তেলকুপি মাঠ এলাকায় সীমান্তের ১৮০/৪ এস ও ১৮০/৩ এস–এর মধ্যে বিএসএফের গুলিতে নিহত হন মো. বাদশাহ। লাশটি নিজেদের হেফাজতে নিয়ে যান বিএসএফের সদস্যরা।
৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ভারতীয় পুলিশ তাদের নিজস্ব প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি করায় লাশ ফেরত পেতে দেরি হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রামের গোরস্তানে মো. বাদশাহর দাফন সম্পন্ন হয়েছে।