দেশে নির্বাচনকে মানুষ এখন প্রহসন ও তামাশা মনে করে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। বিগত ১৩ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি।
শনিবার বিকেলে দলের খুলনা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন চরমোনাই পীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, মাদকদ্রব্য নিষিদ্ধ, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৫ দফা দাবিতে খুলনা নগরের রেলস্টেশনসংলগ্ন কদমতলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের আমির বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও জনগণ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। ক্ষমতাসীনেরা তাঁদের দলীয় লোকদের নির্বাচিত করার জন্য এহেন কাজ নেই, যা করেনি। নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।
রেজাউল করিম আরও বলেন, একটি অপশক্তি ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাঁরা কৃত্রিম সাম্প্রদায়িকতা দেখিয়ে বৈশ্বিক হানাদার শক্তির দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের দেশ ও ইসলামবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে হবে।
সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে, কিন্তু হামলা-মামলার ভয়ে প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, জনগণ আজ ভালো নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ভোজ্যতেল, চাল, ডাল, গ্যাসসহ সব নির্মাণসামগ্রীর দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ সরকার এ ব্যাপারে যথাযথ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
রেজাউল করিম বলেন, সরকারি দলের সমর্থনপুষ্ট মধ্যস্বত্বভোগীরা স্তরে স্তরে দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। পথে–ঘাটে পুলিশ ও স্থানীয় মাস্তানেরা চাঁদাবাজি করছে। বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরনের কারসাজি করে মূল্য বৃদ্ধি করছেন। এসব সিন্ডিকেট বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে। আর এটা করতে পারলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের নাগালের মধ্যে আসবে।
‘গণকমিশন’ কর্তৃক দেশের ১১৬ জন আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটিকে ভিত্তিহীন উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, দেশের আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। একশ্রেণির মানুষ দেশকে অশান্ত করার চক্রান্ত করছে।
ইসলামী আন্দোলন খুলনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির আব্দুল আউয়াল। বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, শোয়াইব হোসেন প্রমুখ।