সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের চার দিন পর আবদুর রহমান (৩৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চর বেলতৈল এলাকার একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুর রহমান উপজেলার চর বেলতৈল গ্রামের শামসুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ। রোববার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, উপজেলার চর বেলতৈল গ্রামের একটি ধানখেতে রোববার সকালে এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নিহত যুবক চার দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার নিহতের বড় ভাই শাহজাহান আলী নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার হওয়ায় শরীরে কোথাও কোনো ধরনের ক্ষত বা আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।