শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় পাঁচ দিন ধরে একটি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। ঘোড়াটি কার কেউ জানেন না। বাজার এলাকায় দিনভর ঘুরে ফেরে। আবার কোনো কোনো দিন ঠায় দাঁড়িয়ে থাকে। এলাকাবাসীর দাবি, ঘোড়াটি অসুস্থ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই ঘোড়ার ছবি পোস্ট করে চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছেন।
গতকাল রোববার দুপুরে শহরের দক্ষিণ বাজারে সরকারি নাজমূল স্মৃতি কলেজের পুরাতন মাঠে গিয়ে দেখা গেছে, ঘোড়াটিকে দেখতে ভিড় করে আছেন স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেলে এ মাঠে এলাকার বাচ্চারা খেলাধুলা করে। তবে ঘোড়াটি এ মাঠে দিনরাত অবস্থান করায় তারা খেলতে পারছে না। বাচ্চারা এ মাঠে আসতেও ভয় পাচ্ছে। ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘোড়াটি অসুস্থ কি না, তা নিয়ে তাদের দুশ্চিন্তা।
আজ সোমবারও দক্ষিণ বাজার এলাকায় আছে ঘোড়াটি। আজও মালিক পাওয়া যায়নি।
দক্ষিণ বাজারের চা বিক্রেতা হুরমুজ আলী বলেন, ‘কয়েক দিন ধরে ঘোড়াটা এ এলাকায় ঘোরাঘুরি করে। সন্ধ্যার পর আমার দোকানের পেছনের মাঠে কাতরাতে থাকে। প্রচণ্ড শব্দ করে ডাকে। এ ঘোড়ার মালিকের খোঁজ তো পাই না। কেউ খোঁজও নিতে আসে না।’
স্থানীয় বাসিন্দা আহসান হাবিব গতকাল রোববার বলেন, ঘোড়াটি কয়েক দিন ধরে মাঠে রয়েছে। কখনো সামনের রাস্তায় ঘোরাফেরা করে। তবে শনিবার সন্ধ্যার পরও ঘোড়াটি মাঠে শুয়ে কাতরাচ্ছিল। মনে হচ্ছিল ঘোড়াটি মারা গেছে। আজ আবার উঠে দাঁড়িয়েছে। দ্রুত ঘোড়াটির চিকিৎসা দেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘ঘোড়ার যেহেতু মালিককে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেলাম। ওখানে আমাদের লোকজন পাঠিয়ে ঘোড়ার সমস্যা দেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে।’