নারায়ণগঞ্জের সাত খুন মামলা

নূর হোসেনের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন
ফাইল ছবি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির তিন মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত আগামী ১১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

এর আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় নিয়ে আসা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে বেলা দেড়টার দিকে পুনরায় তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাসমিন আহমেদ প্রথম আলোকে জানান, নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির তিনটি মামলায় চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ১২ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি হত্যার ঘটনায় নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

এপিপি জাসমিন আহমেদ আরও জানান, আটটি মামলার মধ্যে চাঁদাবাজির একটি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য প্রস্তুত হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর ২০১৭ সালের ১৬ জানুয়ারি হত্যার ঘটনায় নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।