নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে আগুন লেগে মুদি দোকান, প্যাকেজিংসহ ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে মীর জুমলা সড়কে বাজারের মুরগিপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগিপট্টি এলাকার টিনশেডের ওই দোকানগুলোতে খাবার তৈরির মসলা, চাল, ডাল তেল এবং ঈদ উপলক্ষে সেমাই, চিনি, নারকেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নানা ধরনের কাঁচামাল ছিল। হঠাৎ বেলা সাড়ে তিনটার দিকে একটি দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের দোকানি ও ক্রেতারা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন কোম্পানির কাছ থেকে ও আড়ত থেকে বাকিতে দোকানে বাড়তি মালপত্র উঠিয়েছিলেন তাঁরা। আগুনে তাঁদের দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে। তাঁদের সবাইকে পথে বসতে হবে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রথম আলোকে জানান, একটি দোকানে ওয়েল্ডিং করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মুদি, প্যাকেজিংসহ ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। মণ্ডলপাড়া, হাজীগঞ্জসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।