গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা সরকারি করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে, যা এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে দুই চিকিৎসকসহ ২৭৮ জনের মৃত্যু হলো। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ১৭৭ জন।
জেলায় করোনার সংক্রমণের হার ১৮ দশমিক ৪২ বলে জানিয়েছেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬১ জনের। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩০৩। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮০০ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৬৬ জনের।
এ বিষয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘যে ৬ জন মারা গেছেন, তাঁরা অনেক দিন ধরে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’ তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন নেগেটিভ হলেও পরবর্তী সময়ে তাঁরা টিকতে পারেননি। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তি আছেন ১০ জন এবং সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ৯০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত তিন রোগীর দুজন ছিলেন নারায়ণগঞ্জে। ৩০ মার্চ করোনায় সংক্রমিত হয়ে এক নারীর মৃত্যু হয়। গত বছরের ৭ এপ্রিল করোনা সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছিল আইইডিসিআর।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, সংক্রমণ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। তবে মৃত্যু কমে আসতে সময় লাগবে। যদি এভাবে সংক্রমণ কমতে থাকে, আগামী ১৫ দিন পর মৃত্যুও কমে আসবে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং টিকা নেওয়ার আহ্বান জানান।