নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হলো। তবে এই সময়ে কারোর মৃত্যু হয়নি।
জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
করোনা পরিস্থিতিতে গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে অতিঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা অবরুদ্ধ ঘোষণা করে সরকার। করোনায় সংক্রমিত হয়ে এক নারী চিকিৎসক ও জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৮৫ জনের মৃত্যু হয়েছে।