নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দেওভোগবাসী অত্যন্ত সৌভাগ্যবান। কারণ, এখানে এত বড় মাঠ, লেক আছে। পাশেই জল্লারপাড়ে আরেকটি লেক ও মাঠ হচ্ছে। যেদিকেই তাকাবেন, সেদিকেই সুন্দর। নারায়ণগঞ্জকে সুন্দর করতে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন আমার খুবই ভালো লাগছে।’
শুক্রবার বিকেলে নগরের শেখ রাসেল নগর পার্কের স্টেডিয়ামে দেওভোগ প্রিমিয়ার লিগের চলতি সিজনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইভী এসব কথা বলেন।
আইভী বলেন, ‘জিমখানার মাঠ ও পুকুর দেখে আমার সংরক্ষণ করা উচিত বলে মনে হয়েছিল। তখন পুকুরগুলোতে ঝুলন্ত টয়লেট ছিল। আর এখন কী সুন্দর পরিবেশ। এই মাঠে এখন ফুটবল ও ক্রিকেট দুটিই খেলা যায়। পাশ দিয়ে ভলিবল খেলারও ব্যবস্থা করে দেব। এখানে আজান হয়, পাখি ডাকে, সুবাতাস বয়ে যায়, সবই আল্লাহর নেয়ামত।’
আইভী আরও বলেন, ‘কেউ কেউ বলেছিল, এখানে মাঠ হবে না, পানি থাকবে না, বিশুদ্ধ বাতাস খাওয়াতে পারব না। এটা নাকি মতিঝিল হয়ে যাবে। আমি তাদের অনুরোধ করব, এখানে এসে বসেন, উপভোগ করেন আর দেখেন, কী সুন্দর মাঠ হয়েছে। আকাশের মতো মনটাকে বিশাল করেন, দেখবেন ভালো লাগবে। তাহলে আর মানুষকে বকা দিতে পারবেন না, গুম-হত্যার রাজনীতি করতে পারবেন না। তখন আমাদের চোখে বাচ্চাদের খেলাধুলা, সাংস্কৃতিক জগৎ ভেসে উঠবে। বাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখতে পারব।’
মেয়র বলেন, ‘মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিতে তরুণসমাজকে মনোনিবেশ করতে হবে। সংস্কৃতির সঙ্গে ধর্মের কোনো পার্থক্য নেই। আমাদের ধর্ম যেমন মেনটেইন করতে হবে, তেমনি আমাদের সংস্কৃতিও বজায় রাখতে হবে।’
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা, সিনিয়র সহসভাপতি কামরুল হুদা প্রমুখ।