কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর কোনাপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম নুরুল হক (৬৫)। তিনি ওই ওলাকার মৃত পোটান আলীর ছেলে। অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিহত বৃদ্ধের পরিবার দাবি করছে।
নুরুল হকের বড় ছেলে শামসুল হকের ভাষ্য, গতকাল সন্ধ্যায় তাঁর বাবা মাগরিবের নামাজের পর বাড়ি ফিরছিলেন। এ সময় একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইয়াসিনের নেতৃত্বে কয়েকজন তাঁর বাবাকে পেছন থেকে ছুরিকাঘাত করলে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শামসুল হক আরও বলেন, অভিযুক্ত ইয়াসিন তাঁদের দূর সম্পর্কের স্বজন। অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামিসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ জোবায়ের বলেন, হাসপাতালে আনার আগেই নুরুল হকের মৃত্যু হয়েছে। তাঁর বাঁ বাহুর নিচে ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম বলেন, নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।