ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখামুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ওই পরীক্ষার্থীর নাম হাসিবুর রহমান ওরফে শিহাব (১৬)। সে নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া মহল্লার মো. ফয়েজুর রহমানের ছেলে।
আজ রোববার বেলা একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার তারেরঘাট বাজারের কাছে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে চারিআনিপাড়া মহল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারে চলছে শোকের মাতম। পাশেই চলছে কবর খননের কাজ। জানাজায় অংশ নিতে লোকজন আসছে।
নিহত হাসিবুরের চাচা ফজলুল করিম বলেন, হাসিবুর রহমান জরুরি কাজে কিশোরগঞ্জ গিয়েছিল। সেখান থেকে মোটরসাইকেলে করে নান্দাইলে ফিরছিল। তারের ঘাট বাজারের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। লোকজন তাঁকে দ্রুত কিশোরগঞ্জ হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান মহাসড়কে দুর্ঘটনার কোনো তথ্য তিনি জানেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন।