নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম রবিউল ইসলাম (৩২)। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, শিশুটি ওই যুবকের স্বজন। গতকাল সোমবার সন্ধ্যার পর দোকান থেকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে নির্মাণাধীন একটি ভবনের ছাদে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন ওই যুবক।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রাতেই রবিউল ইসলামকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেন।
শিশুটির বাবা বলেন, গতকাল সন্ধ্যার পর কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন তিনি। এর কিছুক্ষণ পর তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্চিতা সরকার।