নরসিংদীতে ২৪ ঘণ্টায় ১৫৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের প্রতীকী ছবি
করোনাভাইরাসের প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৭৯। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩১০ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৪ জনের নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৮৭ জন রয়েছে।

এ ছাড়া পলাশে ৩৩ জন, রায়পুরায় ৭, বেলাবতে ১৩ ও শিবপুরে ১৯ জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৬৭ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৪, পলাশে ৬, বেলাবতে ৭, রায়পুরায় ৮, মনোহরদীতে ৪ ও শিবপুরে ৮ জন রয়েছে।

জেলায় এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৬৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছে সদর উপজেলায়, ৩ হাজার ৩৬৪ জন। শিবপুরে ৫১৭, পলাশে ৯৪৪, রায়পুরায় ৩০৫, বেলাবতে ২৬৮ ও মনোহরদীতে ২৭৮ জন শনাক্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন নূরুল ইসলাম জানান, পাঁচ দিন ধরে জেলায় প্রতিদিন শতাধিক ব্যক্তির করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২১। এর মধ্যে কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৯৬৪ জন।