ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জলাশয়ের পানিতে ডুবে দুই বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো উপজেলার বাছিদপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে মো. উসমান ও বাচ্চু মিয়ার ছেলে মো. আবদুল্লাহ। দুই শিশু সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে উসমান ও আবদুল্লাহ খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর বাড়ির পাশে না পেয়ে পরিবারের লোকজন দুই শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন দুই শিশুকে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশু আবদুল্লাহর বাবা বাচ্চু মিয়া বলেন, গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলায় প্রচুর বৃষ্টি হয়। অতিবৃষ্টির কারণে বাড়ির পাশে পরিত্যক্ত জলাশয়ে পানির পরিমাণ বেড়েছে। এই জলাশয়ের পানিতে ডুবেই তাঁর ছেলে ও তাঁর ভাইয়ের ছেলে মারা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।